
বিশেষ প্রতিনিধি: নেত্রকোণায় রোববার থেকে দু’দিন ব্যাপী ‘এসবিসিসি পরিবার পরিকল্পনা মেলা’ পুরাতন ডিসি অফিস মাঠে শুরু হয়েছে।
মেলা উপলক্ষ্যে জেলা প্রশাসক মঈনউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত মেলা প্রধান অতিথি হিসেবে উদ্ধোধন করেন যুবও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয় এমপি। প্রথমে স্বাগত ভাষণ দেন পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক কাজী ফারুক আহমেদ। পরে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন পুলিশ সুপার জয়দেব চৌধুরী, সিভিল সার্জন ডাঃ তাজুল ইসলাম খান, সদর উপজেলা নির্বাহী অফিসার সাবিহা সুলতানা, জেলা প্রেসক্লাব সম্পাদক শ্যামলেন্দু পাল এবং পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক (ঢাকা) রেজাউল করিম। এছাড়া মেলা উপলক্ষে রচনা প্রতিযোগিতা, কুইজ প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের ও আয়োজন করা হয়। মেলায় পরিবার পরিকল্পনা কার্যক্রমের উপর নারী প্রগতি সংঘ, মহিলা পরিষদসহ বিভিন্ন প্রতিষ্ঠানের ৪০টি স্টল দেয়া হয়েছে।