
বিশেষ প্রতিনিধি: নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার গড়াডোবা ইউনিয়নের চিকনী গ্রামের ফুল মিয়ার ফিসারিতে শুক্রবার দুপুর ১২টার দিকে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফারুক (৪০) নামের এক শ্রমিকের করুণ মৃত্যু হয়েছে। মৃত ফারুকের গ্রামের বাড়ী পাশ্ববর্তী ইশ্বরগঞ্জ উপজেলার সোহাগী গ্রামে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, ফিসারী শ্রমিক ফারুক গতকাল শুক্রবার দুপুরে ১২টার দিকে ফুল মিয়ার ফিসারীর পুকুরে কাজ করার সময় বিদ্যুতের ছেড়া তারে জড়িয়ে পড়লে বিদ্যুৎস্পৃষ্ট হয়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে কেন্দুয়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ আশরাফ তাকে মৃত ঘোষণা করেন।
কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ মাহাবুবুল হক বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।