দুর্গাপুরে ২২ টি স্কুল নিয়ে ক্রীড়া প্রতিযোগিতা

বিশেষ প্রতিনিধি : ‘জাগিয়া উঠিল প্রাণ’ স্লোগানে নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় ২২ টি স্কুলের শিক্ষার্থীদের নিয়ে বিভিন্ন আঙ্গিকের ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করেছে দুস্থ স্বাস্থ্য কেন্দ্র (ডিএসসকে)।
উপজেলার গুজুরিকোণা উচ্চ বিদ্যালয় মাঠে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) অর্থায়নে প্রাথমিক ও মাধ্যমিক শাখার তিনশো শিক্ষার্থীর অংশগ্রহণে সকাল থেকে শুরু হয়ে এ ক্রীড়া প্রতিযোগিতা চলে বিকাল পর্যন্ত।
প্রতিযোগিতা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,ডিএসকের উপ-পরিচালক মো.আলাউদ্দিন, দুর্গাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন আল আজাদ, বাকলজোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সফিকুল ইসলাম,দুর্গাপুর উপজেলা সহকারী শিক্ষা অফিসার মন্তোষ কুমার দেবনাথ,গুজুরিকোণা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুধন সরকার,বাকলজোড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মো.আব্দুল হেকিম, সাধারণ সম্পাদক মো. সেকান্দার আলী,ডিএসকের কর্মকর্তা শামছুল আলম খান ,নেত্রকোনা বিশেষ অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক আবুল কালাম আজাদ প্রমূখ।
ডিএসকের সাংস্কৃতিক সংগঠক দিলীপ কুমার বোষের সার্বিক তত্ত্বাবধানে দৌঁড়, দড়ি লাফ, লম্বা লাফ, হাড়ি ভাঙা,বাস্কেটবলসহ বিভিন্ন আঙ্গিকের দিনব্যাপী এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। খেলা শেষে বিকেলে অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের হাতে আমন্ত্রিত অতিথিরা পুরষ্কার তোলে দেন।
এছাড়াও শিক্ষক,অভিভাবক ও এলাকাবাসীদের মধ্যে বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে সন্ধ্যায় স্থানীয় শিল্পিদের আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয় চলে রাত অবধি।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।