খালিয়াজুরীতে ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রীকে গণসংবর্ধনা

খালিয়াজুরী প্রতিনিধি: জেলার খালিয়াজুরী কলেজ মাঠে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী মোস্তফা জব্বারকে দ্বিতীয় বার গণসংবর্ধনা দেওয়া হয়েছে। তার আগে নিজ বাড়ি কৃষ্ণপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ব্যাক্তি উদ্যোগে প্রথম বার মন্ত্রীকে গণসংবর্ধনা দেয়া হয়। বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ আওয়ামীলীগ খালিয়াজুরী উপজেলা শাখা এ সংবর্ধনার আয়োজন করেছেন। এতে সভাপতিত্ব করেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি গোলাম কিবরিয়া জব্বার। প্রধান অতিথির বক্তব্যে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী মোস্তফা জব্বার বলেন, হাওড় অঞ্চল আওয়ামীলীগের ঘাটি হিসাবে পরিচিত। নৌকা কোনদিন এই উপজেলায় পরাজিত হয়নি। দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ ভাবে দেশ গড়ার কাজে অংশগ্রহণ করতে হবে। আগামী ২০ বৎসরের মধ্যে বাংলাদেশ উন্নত দেশে পরিনত হবে। লড়াই ছাড়া পৃথিবীতে ঠিকে থাকা যায় না। সামনের পৃথিবী মেধার পৃথিবী, আগামী দিন মেধার উপর নির্ভরশীল। ডিজিটাল প্রযুক্তি যে ব্যবহার করতে পারবেনা সে নেতৃত্ব দিতে পারবেনা। বাংলাদেশ সরকার কাগজ বিহীন সরকারে পরিনত হবে। সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, নেত্রকোণা জেলা আওয়ামীলীগের সভাপতি মতিউর রহমান খাঁন, সাধারণ সম্পাদক আশরাফ আলী খাঁন খসরু, সাংগঠনিক সম্পাদক ইফতেখার উদ্দিন মামুন,জেলা পরিষদের সংরক্ষিত মহিলা আসনের সদস্য আয়শা আক্তার, সদস্য গোলাম আবু ইছহাক, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সুমন চক্রবর্তী প্রমূখ। মন্ত্রীর দ্বিতীয় গণসংবর্ধনা উপলক্ষে খালিয়াজুরী উপজেলা আওয়ামীলীগ ও অংগ সংগঠনের নেতাকর্মীদের মধ্যে আনন্দের রেশ লক্ষ্য করা গেছে। সকাল থেকেই সবাই সংবর্ধনাস্থলে জড়ো হতে লাগল। পরে সংবর্ধনা অনুষ্ঠানটি জন সমুদ্রে পরিনিত হয়েছে।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।