
নাটোর প্রতিনিধি: নাটোরের বাগাতিপাড়ায় উপজেলা প্রশাসনের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধার সংবর্ধনা অনুষ্ঠানে মুক্তিযোদ্ধাদের সাথে অসৌজন্যমূলক আচরণ ও অনুষ্ঠানে বক্তব্য দেয়ার সুযোগ না দিয়ে অপমান করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় মুক্তিযোদ্ধারা। সোমবার দুপুরে বাগাতিপাড়ার তমালতলা বাজারে উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসব অভিযোগ করেন বীর মুক্তিযোদ্ধা শ্যামল কুমার রায়। এ সময় অন্যন্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সহ সভাপতি এ্যাডভোকেট মাজেদুর রহমান চাঁদ ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মমতাজ উদ্দিনের ছেলে শামিম আহম্মেদ সাগর, মুক্তিযোদ্ধা সন্তান নাফিউর রহমান উৎপল। লিখিত বক্তব্যে বলা হয়, ২৬ মার্চ উপজেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত মুক্তিযোদ্ধা সংবর্ধনা অনুষ্ঠানে মুক্তিযোদ্ধাদের বক্তব্য দেয়ার কোন সুযোগ দেয়া হয়নি এমনকি তাদের বসার মতো কোন স্থানও সেখানে ছিলোনা। ফলে অনেককে দাঁড়িয়ে থাকতে হয়েছে অনুষ্ঠানস্থলে। পরে এক পর্যায়ে মুক্তিযোদ্ধা শ্যামল কুমার রায় এর প্রতিবাদ করলে অনুষ্ঠানের প্রধান অতিথি স্থানীয় এমপি আবুল কালাম আজাদ তাকে ধমক দেন ও বেয়াদব বলে বক্তব্য দেয়া থেকে বিরত থাকতে বলেন। এতে মুক্তিযোদ্ধাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হলে বেশ কিছু মুক্তিযোদ্ধা ও স্থানীয় অনেকেই সেই সভা বর্জন করে চলে যান। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে জাতির সূর্য সন্তানদের সাথে এমপির এমন অসৌজন্যমূলক আচরণের প্রতিবাদ ও ঘটনার সুষ্ঠ তদন্ত করে ব্যবস্থা গ্রহনের দাবী করেন তারা।