নেত্রকোণায় টিএলসিসি কমিটির সভা

মোঃ তোফাইল ইসলাম শাহীন: নেত্রকোণা পৌরসভার আয়োজনে টাউন লেভেল কো-অর্ডিনেশন (টিএলসিসি)কমিটির সভা মঙ্গলবার নেত্রকোণা পৌর মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
টিএলসিসির সভাপতি ও নেত্রকোণা পৌরসভার মেয়র আলহাজ্ব নজরুল ইসলাম খান এর সভাপতিত্বে ও পৌর সচিব মোহাম্মদ ফারুক ওয়াহিদ এর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ইউজিপ-৩ প্রকল্পের ব্যবস্থাপক নাজমুল হাসান চৌধুরী, আঞ্চলিক সমন্বয়কারী খন্দকার হাফিজুর রহমান,পৌরসভার নির্বাহী প্রকৌশলী কাজী নুরন নবী, প্যানেল মেয়র-১ আমীর বাশার,জেলা কৃষকলীগ সভাপতি কেশব রঞ্জন সরকার, বঙ্গবন্ধু কলেজের অধ্যক্ষ গোলাম রসুল প্রমুখ। এ সময় টিএলসিসি কমিটির সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।