
এস.এম.সারোয়ার খোকন: নেত্রকোণার নবাগত জেলা প্রশাসক মঈনউল ইসলাম বলেছেন, জনগণের স্বার্থে সরকারী দায়িত্ব পালন করতে চাই। মিলেমিশে দেশের স্বার্থে জনগণের স্বার্থে উন্নয়নমূলক কাজে সকলের সহযোগিতা চাই। তিনি মঙ্গলবার মোহনগঞ্জের উপজেলা হল রুমে স্থানীয় জন প্রতিনিধি ও সরকারী কর্মকর্তাদের সাথে মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তবে তিনি এ কথা বলেন।
মোহনগঞ্জ উপজেলা নর্বাহী কর্মকর্তা মোঃ মেহেদী মাহমুদ আকন্দর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আখম শফিকুল হক, পৌর মেয়র লতিফুর রহমান রতন, সহকারী কমিশনার (ভূমি) মোঃ রেজাউল করীম, কৃষি অফিসার মোঃ মফিজুল ইসলাম নাফিজ, উপজেলা ভাইস চেয়ারম্যান সিরাজ উদ্দিন তালুকদার, মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনসারী জিন্নাৎ আলী, বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মমতাজ জাহান, ইউপি চেয়ারম্যান মোঃ কামরুল হাসান, প্রেসক্লাব সভাপতি এস,এম, সারোয়ার খোকন, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ নূরুজ্জামান প্রমুখ।
সভাশেষে ফসল রক্ষা হাইজদা বাঁেধর নির্মাণ কাজ পরিদর্শন করেন। জেলা প্রশাসক বাঁধের দু’পাশে ঢোল কমল গাছ লাগানোর পরামর্শ প্রদান করেন।