
স্টাফ রির্পোটার: মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে নেত্রকোণার আটপাড়ায় আনন্দ শোভাযাত্রা করেছে কৃষকলীগ। সোমবার উপজেলার ইটাখলা বাজার থেকে উপজেলা কৃষকলীগ আয়োজিত শোভাযাত্রাটি বের হয়ে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
র্যালীতে নেতৃত্ব দেন জেলা কৃষকলীগের সভাপতি ও কেন্দ্রীয় কৃষকনেতা কেশব রঞ্জন সরকার। এ সময় উপজেলা কৃষকলীগের সভাপতি আব্দুল হেলিম, সাধারন সম্পাদক সামছুল ইসলাম, সহসভাপতি এস কে জালাল উদ্দিন তাং,পৌর কৃষকলীগ সাধারন সম্পাদক মোরাদ আহম্মদ কৃষক নেতা মফিজ মেম্বার,আঃগনি,আঃরফ রোকসু মিয়া,আলীআহম্মেদ,নজরুল ইসলাম,লুৎফর রহমান,আঃরেজ্জাক,আরাধন মিয়া,মোঃ ফৌজদার, শোভাযাত্রায় উপজেলা কৃষকলীগের নেতৃবৃন্দ সহ সহ¯্রাধিক কৃষকলীগের নেতা-কর্মী অংশ গ্রহণ করে। পরে স্থানীয় ইটাখলা বাজারে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।