নেত্রকোণায় মহিলাদের আলোচনা সভা ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

বিশেষ প্রতিনিধি: মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে নেত্রকোণায় মহিলাদের জন্য মুক্তিযুদ্ধ ভিত্তিক আলোচনা সভা ও ক্রীড়ানুষ্ঠান অনুষ্টিত হয়েছে। সোমবার বিকালে বারহাট্টা রোডস্থ ওয়েসিস বিয়াম ল্যাবরেটরি স্কুল মাঠে অনুষ্ঠানের আয়োজন করে জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের কার্যালয়। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবিহা সুলতানার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অথিতির বক্তব্য রাখেন, জেলা প্রশাসক পতœী খন্দকার আফসানা আমীন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা প্রশাসকের শ্বাশুড়ি মাতা মুক্তিযোদ্ধা আফরোজা বেগম, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফেরদৌসি বেগম, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান তুহিন আক্তার, মুক্তিযোদ্ধা সৈয়দা মনিরা আক্তার খাতুন, মহিলা পরিষদের সাধারণ সম্পাদক তাহেজা বেগম, জেলা মহিলা লীগের সাধারণ সম্পাদক হাবিবা রহমান খান শেফালী, জেলা যুব মহিলা লীগের সভাপতি অনিতা নন্দী, সাধারণ সম্পাদক ও মহিলা সংস্থার চেয়ারম্যান সৈয়দা বিউটি, সদর উপজেলা যুব মহিলালীগের সভাপতি মঞ্জু সরকার, স্কুল শিক্ষক মনোয়ারা হামিদ ও বাধন খান পাঠান ববি প্রমুখ। আলোচনা সভাশেষে জেলা মহিলা লীগের সভাপতি কামরুন্নেছা আশরাফ দীনা ক্রীড়া প্রতিযোগিতা পরিচালনা করেন। এসময় বিবাহিত ওঅবিবাহিতদের মাঝে ১০০ মিটার করে দৌড়, বাদ্যের তালে বালিশ নিক্ষেপ, চোখ বেঁধে পাতিল ভাংগা ও ঝুড়িতে বল ফেলা প্রতিযোগিতা অনুষ্টিত হয়। বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মধ্যে দিয়ে আয়োজন সমাপ্ত হয়।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।