নেত্রকোণা জেলা বিএনপির যুগ্ম সম্পাদক সহ ৫ নেতা-কর্মী গ্রেফতার

বিশেষ প্রতিনিধি: নেত্রকোণায় নাশকতার মামলায় জেলা বিএনপি’র যুগ্ম-সাধারন সম্পাদক সহ অঙ্গ সহযোগী সংগঠনের ৫ নেতা-কর্মীকে আটক করেছে নেত্রকোনা মডেল থানা পুলিশ
রোববার রাতে জেলা শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে বলে জানিছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বুরহান উদ্দিন। গ্রেফতারকৃতরা হচ্ছে, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর থানা যুবদলের সাবেক সভাপতি বজলুর রহমান পাঠান, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক ও জেলা ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক মোস্তফা মাসুদ, পৌর বিএনপি’র ৩নং ওয়ার্ডের সাধারন সম্পাদক আব্দুল হেলিম,জেলা ছাত্রদলের সহ-সভাপতি সাখাওয়াত হোসেন পাঠান হাইউল, জেলা ছাত্রদলের যুগ্ম-সাধারন সম্পাদক লতিফুল হক চৌধূরী সুজন।
নেত্রকোণা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বুরহান উদ্দিন জানান, তাদের প্রত্যেকের বিরুদ্ধে পৃথক পৃথক নাশকতা ও আইনশৃংখলা পরিস্থিতির অবনতির সহ দ্রুত বিচার আইনে মামলা রয়েছে। এর প্রেক্ষিতে গোপন সংবাদের ভিত্তিতে ২৫ মার্চ রাতে শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান দুদু বলেন, এই মামলাগুলো মিথ্যা এবং হয়রানিমূলক মামলা। যাতে করে জেলা বিএনপির নেতা কর্মীদের হয়রানি করার জন্যই করা হয়েছে। বিএনপির শুধু শান্তিপূর্ণ কর্মসূচী করে তাই গ্রেফতারকৃত নেতা-কর্মীদের নিঃশর্ত মুক্তি দাবী করেন তিনি

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।