নেত্রকোণায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

বিশেষ প্রতিনিধি: নানা আয়োজনের মধ্য দিয়ে নেত্রকোণায় মহান স্বাধীনতা দিবস পালিত হয়েছে । ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে নেত্রকোণায় শুরু হয় স্বাধীনতা দিবসের কর্মসূচী। সুর্যোদয়ের সাথে সাথে জেলা প্রশাসকের কার্যালয়ে স্মৃতিসৌধে ও পরে সাতপাই স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পন করেন জেলা প্রশাসক মঈনউল ইসলাম, পুলিশ সুপার জয়দেব চৌধুরী, জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মতিয়র রহমান খান ও সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরুর নেতৃত্বে জেলা আওয়ামীলীগ, জেলা বিএনপির সভাপতি মুক্তিযোদ্ধা আশরাফ উদ্দিন খান, সাধারণ সম্পাদক ডাঃ আনোয়ারুল হক ও সাংগঠনিক সম্পাদক এস এম মনিরুজ্জামান দুদু’র নেতৃত্বে জেলা বিএনপি, প্রশান্ত কুমার রায়ের নেতৃত্বে জেলা পরিষদ, পৌর মেয়র নজরুল ইসলাম খানের নেতৃত্বে নেত্রকোনা পৌরসভা, নুরুল আমিনের নেতৃত্বে মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে। এছাড়াও মুক্তিযোদ্ধা সংবর্ধনা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিভিন্ন সরকারী বেসরকারী প্রতিষ্ঠানে আলোক সজ্জা করা হয়। পরে মোক্তারপাড়া মাঠে কুচকাওয়াজ সহ মুক্তিযুদ্ধ বিষয়ক ডিসপ্লে প্রদর্শিত হয়।

পরে জেলা পাবলিক হল মিলনায়তনে আলোচনা সভা শেষে জেলার ৫১৭ জন মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা দেয়া হয়েছে। এদিকে নেত্রকোণা সরকারী কলেজের উদ্যোগে বাংলা বিভাগের হলরুমে আলোচনা সভা ও কলেজ মাঠে ফুটবল খেলার আয়োজন করা হয়। বিকালে শহরের বারহাট্টা রোডস্থ ওয়েসিস বিয়াম ল্যাবরেটরি স্কুলে মহিলাদের আলোচনা সভা ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এছাড়াও জেলার বিভিন্ন উপজেলায় স্বাধীনতা র‌্যালি সহ নানা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।