
বিশেষ প্রতিনিধি: নেত্রকোনার আটপাড়া উপজেলার স্বরমশিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ড আ’লীগের উদ্যোগে সোমবার অভয়পাশা দলীয় কার্যালয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ৪৬জন বীরমুক্তিযোদ্ধাকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা আ’লীগের সহ-সভাপতি সাবেক এমপি মঞ্জুর কাদের কোরায়শী।
ওয়ার্ড আ’লীগ সভাপতি তমজিদ ফকিরের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক অসীত নাহার পরিচালনায় সংবর্ধনা সভায় বক্তৃতা করেন জেলা আ’লীগের সহ-সভাপতি সাবেক এমপি মঞ্জুর কাদের কোরায়শী, আ’লীগ নেতা মেহেদী হাসান চৌধুরী রেনু, কায়সার ইমরান বাবুল, মো. কামরুজ্জামান খান কামাল, উপজেলা ছাত্রলীগ সভাপতি রাহাত বিশ্বাস প্রমুখ।