নাটোরে গণহত্যা দিবস পালিত

নাটোর প্রতিনিধি: আলোচনা সভা,র‌্যালী এবং মুক্তিযোদ্ধাদের গল্প বলা সহ বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে নাটোরে গণহত্যা দিবস পালিত হয়েছে । দিবসটি উপলক্ষে রবিবার দুপুরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন, নাটোরের জেলা প্রশাসক শাহিনা খাতুন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক গোলাম রাব্বী, অতিরিক্তি জেলা প্রশাসক (সার্বিক) রাজ্জাকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার খায়রুল আলম,অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট ড. চিত্রলেখা নাজনীন প্রমুখ। এসময় স্থানীয় মুক্তিযোদ্ধারা মুক্তিযুদ্ধের বিভিন্ন স্মৃতি নিয়ে গল্প বলেন। অপরদিকে, লালপুর উপজেলা প্রশাসনের আয়োজনে মুক্তিযোদ্ধাদের নিয়ে গণহত্যা দিবস উপলক্ষে এক র‌্যালী বের করা হয়। র‌্যালীটি উপজেলা চত্ত্বর থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে গিয়ে শেষ হয়। পরে স্থানীয় শহীদ সাগর স্মৃতিস্তম্ভে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়। এ সময় উপস্থিত ছিলেন লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম ও মুক্তিযোদ্ধারা।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।