ভালুকায় ছেলের হাতে মা খুন !

ময়মনসিংহ অফিস: ময়মনসিংহের ভালুকা উপজেলার রান্দিয়া গ্রামে মা আম্বিয়া বেগমকে (৭২) কাঁচি দিয়ে জবাই করে হত্যা করেছে তারই একমাত্র ছেলে। নিহতের লাশ পুলিশ উদ্ধার করেছে।

এ ঘটনায় ছেলে এমদাদুল হককে আটক করেছে পুলিশ। শনিবার রাতে উপজেলার ধীতপুর ইউনিয়নের রান্দিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

ভালুকা মডেল থানার ওসি মামুন-অর-রশিদ জানান, মা আম্বিয়া দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছিলেন । ছেলের স্ত্রীও তার ছেলেকে ছেড়ে চলে গেছে। এ নিয়ে এমদাদুল মানসিকভাবে ভারসাম্যহীন হয়ে পড়ে। সে মাদকাসক্তও ছিলো। শনিবার রাতে নিজ ঘরে তার অসুস্থ মাকে কাঁচি দিয়ে জবাই করে সে হত্যা করেছে।

তিনি আরও জানান, খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে থানা হেফাজতে রেখেছে। এ ঘটনায় ছেলে এমদাদুলকে আটক করা হয়েছে। রবিবার  সকালে নিহতের মরদেহ ময়নতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতাল মর্গে পাঠানো হবে। এ ঘটনায় একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।