দুর্গাপুরে ২৪ মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা

বিশেষ প্রতিনিধি: পাহাড়ী জনপদ নেত্রকোনার দূর্গাপুরে শোকাবহ ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা কর্তৃক নতুন প্রজন্মের উদ্যেশ্যে স্মৃতিচারণ অনুষ্ঠিত হয়। রবিবার সকাল ১১ টায় দূর্গাপুর বারমারী উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে বিদ্যালয় মাঠে এই অনুষ্টানের অয়োজন করা হয়েছে। এতে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক চন্দন কুমার দাস। অনুষ্ঠানে মোট ২৪ জন মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা ডেপুটি কমান্ডার সোহরাব হোসেন তালুকদার, প্রভুষ রং, মিহিশ সাংমা ও স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি আজম দুলাল সহ স্কুলের শিক্ষকবৃন্দ। এর আগে সংবর্ধিত মুক্তিযোদ্ধাদের মাঝে ক্রেস্ট প্রদান করা হয়। পরে স্কুল প্রাঙ্গণে দেয়াল পত্রিকা প্রদর্শিত করে শিক্ষার্থীবৃন্দ। বক্তারা বলেন, নতুন প্রজন্মের কাছে মুক্তিযোদ্ধের ইতিহাস তুলে ধরার লক্ষ্যেই এমন অনুষ্ঠানের আয়োজন বেশি বেশি করে করা প্রয়োজন।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।