কলমাকান্দায় গণহত্যা দিবস পালিত

কলমাকান্দা প্রতিনিধি : নেত্রকোণার কলমাকান্দা উপজেলা প্রশাসনের উদ্যোগে রোববার আলোচনা সভার মধ্য দিয়ে গণহত্যা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আরিফুজ্জামান এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কৃষক লীগের সহ-সভাপতি ছবি বিশ্বাস এমপি। বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহ্ মো. ফখরুল ইসলাম ফিরোজ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি চন্দন বিশ্বাস, সম্পাদক আনোয়ার হোসেন আজাদ, জেলা পরিষদ সদস্য ইদ্রিস আলী তালুকদার, প্রেসক্লাব সভাপতি রাজ্জাক আহম্মেদ রাজু, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সুলতান গিয়াস উদ্দিন, ভাইস চেয়ারম্যান রফিকুজ্জামান খোকন, সাবেক ইউপি চেয়ারম্যান ইসলাম উদ্দিন, যুবলীগের সভাপতি মিজানুর রহমান সেলিম সম্পাদক পলাশ কান্তি বিশ্বাস।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।