বারহাট্টায় বজ্রপাতে যুবক নিহত

বিশেষ প্রতিনিধি : নেত্রকোণার বারহাট্টা উপজেলার মনাষ এলাকায় বজ্রপাতে আল আমিন মিয়া (৩৩) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানাায়, শুক্রবার সকাল সাড়ে এগারোটায় বারহাট্টার মনাষ বাজার থেকে কাপড়ের দোকান বন্ধ করে বাড়ি ফেরার সময় মনাষ গ্রামের আব্দুল মজিদের ছেলে আল আমিন আকস্মিক বজ্্রপাতে ঘটনাস্থলেই মারা যায়।
বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেজবাহ উদ্দিন আহমেদ জানান, সকালের দিকে আবহাওয়ার কিছুটা অবনতি হলে স্থানীয় বাজার থেকে দোকান বন্ধ করে বাড়ি ফেরার সময় আল আমিন বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যায়।

 

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।