
বিশেষ প্রতিনিধি: নারী সমাজের সার্বিক উন্নয়নসহ নারী অধিকার প্রতিষ্ঠা নিয়ে সরকারের উন্নয়ন ধারাবাহিকতা তুলে ধরতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নারী সমাজকে ঐক্যবদ্ধ করতে নেত্রকোণার কেন্দুয়ায় নারী নেত্রীদেরকে নিয়ে জেলা কৃষকলীগের উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে জেলার কেন্দুয়া উপজেলার রামপুর গ্রামে রোমালী মাষ্টারের বাড়ীতে উঠান বৈঠকে নারী নেত্রী বিলকিস আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,কেন্দ্রীয় কৃষকলীগের সদস্য ও জেলা কৃষকলীগ সভাপতি কেশব রঞ্জন সরকার। এ সময় কেশব রঞ্জন সরকার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমানে বাংলাদেশে নারী সমাজের যে উন্নয়ন হয়েছে তা ধরে রাখতে আগামীদিন শেখ হাসিনাকে আবারো সরকার গঠনে এগিয়ে আসতে সকলকেই ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান তিনি।