
এস,এম, সারোয়ার খোকন: নেত্রকোনার মোহনগঞ্জে কর্মরত সাংবাদিকদের সংগঠন মোহনগঞ্জ প্রেসক্লাব পরিবারের বার্ষিক বনভোজন ২০১৮ উদযাপিত হয়েছে। বুধবার দুপুরে উপজেলার বড়তলী-বানিয়াহারী ইউনিয়নের আখৈলখলা গ্রামের হিজল বাগানে এ বনভোজনের আয়োজন করা হয়।
এ বনভোজনে আখৈলখলা গ্রামের স্থানীয় লোকজন ও জনপ্রতিনিধির উপস্থিতিতে মোহনগঞ্জ প্রেসক্লাব পরিবার ফটোসেশনসহ বিভিন্ন ইভেন্টের আয়োজন করে। আখৈলখলা গ্রামের স্থানীয় লোকজন সাংবাদিকদের কাছে পেয়ে আনন্দে মেতে ওঠেন। পরে ফটোসেশনসহ সকল ইভেন্ট শেষে হিজল বাগানের নৈসর্গিক পরিবেশে মধ্যাহ্ন ভোজের মধ্য দিয়ে মোহনগঞ্জ প্রেসক্লাব পরিবারের বনভোজন সম্পন্ন হয়।
এসময় প্রেসক্লাবের সভাপতি এস,এম, সারোয়ার খোকন (দৈনিক ইত্তেফাক), সাধারণ সম্পাদক এম,এস , দোহা (দৈনিক যুগান্তর), সহ সভাপতি এম এ গণি আকন্দ (দৈনিক ভোরের কাগজ), যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল ইসলাম রতন (দৈনিক জননেত্র), শফিকুল ইসলাম (দৈনিক যায়যায়দিন), কোষাধ্যক্ষ হাফিজুর রহমান চয়ন (দৈনিক কালের কন্ঠ), প্রচার ও প্রকাশনা সম্পাদক ইন্দ্রজিত সরকার (দৈনিক আমাদের সময়), সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. মাসুদ রানা (দৈনিক ভোরের ডাক), প্রেসক্লাবের সদস্য রিপন কুমার বনিক (আজকাল নিউজ বিডি ডটকমের সম্পাদক ও দৈনিক মানবজমিন প্রতিনিধি), কাজী মোফাজ্জল হোসেন সবুজ (দৈনিক ইনকিলাব) ও স্থানীয় ইউপি সদস্য ছালেক উদ্দিনসহ আখৈলখলা গ্রামের লোকজন উপস্থিত ছিলেন।