
ত্রিশাল প্রতিনিধি: ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে বৃহস্পতিবার উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে বিশ্ববিদ্যালয় সেমিনার কক্ষে পুরস্কার বিতরণী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য্য অধ্যাপক ড. এ.এই.এম মোস্তাফিজুর রহমান।
দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় ময়মনসিংহের উপ-পরিচালক মোঃ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সমাজ বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. নজরুল ইসলাম, কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোশাররত শবনম, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কৃষিবিদ ড. হুমায়ুন কবীর, চারুকলা বিভাগের বিভাগীয় প্রধান নগরবাসী বর্মণ, থিয়েটার বিভাগের বিভাগীয় প্রধান ইসমত আরা ভূইয়া ইলা, বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি তপন কুমার সরকার, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোখলেছুর রহমান সবুজ, সদস্য অধ্যাপক খবিরুজ্জামান, সিরাজুল ইসলাম কিরন প্রমূখ।আলোচনা সভা শেষে দুর্নীতি বিরোধী চিত্রাংকন প্রতিযোগী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়।