
পূর্বধলা প্রতিনিধি: নেত্রকোণার পূর্বধলা উপজেলায় মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনার উপর তিন দিন ব্যাপী শিক্ষক প্রশিক্ষন কর্মশালা বুধবার (২১ মার্চ) শেষ হয়েছে। বাংলাদেশ নারী প্রগতি সংঘের ঋতু প্রকল্পের উদ্যোগে এ প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার ৬টি মাধ্যমিক বিদ্যালয়ের ২৬জন শিক্ষক-শিক্ষিকা অংশগ্রহণ করেন। উপজেলা সদরের পূর্বধলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন উপজেলা রিসোর্স সেন্টারে আয়োজিত এ প্রশিক্ষন কর্মশালার সমাপনি দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নমিতা দে। সভাপত্বি করেন বাংলাদেশ নারী প্রগতি সংঘের নেত্রকোনা জেলা শাখার কেন্দ্র ব্যবস্থাপক আলী আমজাদ খান। এ সময় বক্তব্য রাখেন, ঋতু প্রকল্পের উপজেলা সমন্বয়ক জয়দেব কুমার ঘোষ, ঘাগড়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো: জায়েজুল ইসলাম, সাধুপাড়া উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো: হীরা মিয়া, প্রশিক্ষনার্থী, রুনা লায়লা, জাহানারা প্রমুখ। তিনদিনের প্রশিক্ষনে ২য় দিনে প্রশিক্ষন কর্মশালা পরিদর্শন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো: শফিকুল বারী। তিন দিনের প্রশিক্ষনে প্রশিক্ষক হিসেবে ছিলেন প্রশিক্ষক মীর্জা তাহমিনা, স্কুল মবিলাইজার নাছিমা খানম, মো: আলা উদ্দিন খান (এস.এম), কমিউনিটি মবিলাইজার নন্দিতা সাহা ।