নেত্রকোনায় সাইক্লিং প্রতিযোগিতা

স্টাফ রির্পোটার: নিন্ম আয়ের দেশ থেকে নিন্মমধ্য আয়ের দেশে উত্তরণ উপলক্ষে বুধবার নেত্রকোনায় সাইক্লিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন ও জেলা প্রশাসনের সহায়তায় স্থানীয় উন্নয়ন সংস্থা স্বাবলম্বী উন্নয়ন সমিতির ‘সাংস্কৃতিক ও ক্রীড়া কর্মসূচি’ এ প্রতিযোগিতার আয়োজন করে। বিকাল তিনটায় নেত্রকোনা সদর উপজেলার কাইলাটি ইউনিয়ন পরিষদের সামনে প্রতিযোগিতার উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন। তারপর বালুয়াকান্দা-নেত্রকোনা সড়ক হয়ে জেলা শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে স্থানীয় প্রেসক্লাবে গিয়ে প্রতিযোগিতা শেষ হয়। ১০ কিলোমিটার দীর্ঘ সাইক্লিং প্রতিযোগিতায় সদর উপজেলার বিভিন্ন স্কুল-কলেজের প্রায় ১শ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিরিক্ত জেলা প্রশাসক খালেদ হোসেন, জেলা কৃষকলীগের সভাপতি কেশব রঞ্জন সরকার, স্বাবলম্বী উন্নয়ন সমিতির পরিচালক কাজী ছহুল আহমেদ প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন সংস্থার সাংস্কৃতিক ও ক্রীড়া কর্মসূচির কর্মকর্তা মো: আলমগীর।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।