
এস,এম, সারোয়ার খোকন: স্বল্পোন্নত দেশের স্ট্যাটাস হতে বাংলাদেশ উত্তরণের যোগ্যতা অর্জনের ঐতিহাসিক সাফল্য উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে মোহনগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন সেবামূলক প্রতিষ্ঠান, সরকারী কর্মচারী, পৌর এলাকার শিক্ষা প্রতিষ্ঠান সমূহের শিক্ষক শিক্ষার্থীদের অংশ গ্রহনে এক বিশাল আনন্দ শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। র্যালি উত্তর সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইউএনও মোঃ মেহেদী মাহমুদ আকন্দ।
অনুষ্ঠাদিতে উপস্থিত ছিলেন এসি ল্যান্ড মোঃ রেজাউল করীম, ঊপজেলা কৃষি অফিসার মোঃ মফিজুল ইসলাম, নাফিজ, পশু সম্পদ কর্মকর্তা মোঃ হযরত আলী, ওসি আনসারী জিন্নাৎ আলী, হিসাব রক্ষন অফিসার মোঃ সবুজ মিয়া প্রমুখ।