সুনামগঞ্জে দেশীয় অস্ত্রসহ ডাকাত দলের ৫ সদস্যকে গণপিটুনি পর পুলিশে দিয়েছে জনতা

সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জে স্বর্ণের দোকানে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ডাকাত দলের ৫ সদস্যকে আটক করে গণপিটুনি দিয়ে গ্রামবাসী পুলিশে সোপর্দ করলেন।’ সদর উপজেলার জয়নগর বাজারে স্বর্ণের দোকানে ডাকাতির প্রস্তুতি নেয়ার সময় জামালগঞ্জ উপজেলার হরিপুর গ্রামবাসী গ্রামের পাশ্ববর্তী সুরমা নদীর তীর থেকে রোববার রাতে ডাকাত দলের ৫ সদস্যকে দেশীয় অস্ত্রসহ আটক করেন।’
পুলিশ ও এলাকাবাসী জানান, রোববার মধ্যরাতে রাতে উপজেলার সাচনাবাজার ইউনিয়নের হরিপুর গ্রামে ডাকাতির প্রস্তুতি নিতে গেলে গ্রামের কয়েকজন লোক তা দেখে ফেলেন। এ পর্যায়ে গ্রামবাসী সংগঠিত হয়ে ডাকাত দলের ৫ সদস্যকে আটক করে জামালগঞ্জ থানায় খবর দিয়ে পুলিশের হাতে তুলে দেন।’ ডাকাত দলের সদস্যরা হলেন-কিশোরগঞ্জ জেলার মিঠামইন উপজেলার বড়কান্দ নয়াহাটির আজগর আলীর ছেলে মুখলেছ, একই জেলার একই উপজেলার শরীফপুর (সাদিপুর) গ্রামের তাজুল ইসলামের ছেলে জুনায়েদ মিয়া, সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার উত্তর কামলাবাজ গ্রামের আব্দুল মোতালিব মিয়ার ছেলে লোকমান মিয়া, একই উপজেলার দূর্লভপুর গ্রামের মৃত জয়নুল্লাহর ছেলে বাদশাহ মিয়া, ফতেপুর গ্রামের আবদুর রহমানের ছেলে লাল মিয়া।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ডাকাত দলের সদসস্যরা জানায়, সুনামগঞ্জ সদর উপজেলার জয়নগর বাজারে স্বর্ণের দোকানে ডাকাতি করার প্রস্তুতি নিয়ে সময়- সযোগের অপেক্ষায় ছিল হরিপুর গ্রাম সংলগ্ন সুরমা নদীর তীরে।’
জামালগঞ্জ থানার ওসি মো. আবুল হাসেম জানান, এব্যাপারে পুলিশ বাদী হয়ে সোমবার সকালে থানায় ডাকাতির নিয়মিত মামলা দায়েরের পর ধৃত ডাকাতদের বিকেলে আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।