মানিকগঞ্জে পরিবহণ ধর্মঘটের প্রতিবাদে মানববন্ধন

 স্টাফ রিপোর্টার:  মানিকগঞ্জে পরিবহণ সেক্টরের নেতৃত্বের দ্বন্দ্বকে কেন্দ্র করে আগামী ২৮ মার্চে ডাকা ৪৮ ঘন্টা ধর্মঘটের প্রতিবাদে মানববন্ধন হয়েছে। সোমবার দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জ বাসষ্ট্যান্ডে ঘন্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এতে জেলা বাস-মিনিবাস-মাইক্রোবাস-অটোটেম্পু ওনার্স গ্রুপের নেতৃবৃন্দসহ বিভিন্ন মালিক-শ্রমিক সংগঠন অংশ নেন। মানববন্ধন কর্মসূচি চলাকালে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,জেলা আওয়ামীলীগের শ্রম বিষয়ক সম্পাদক লিয়াকত আলী ভান্ডারী, জেলা বাস-মিনিবাস-মাইক্রোবাস-অটোটেম্পু ওনার্স গ্রুপের সভাপতি ও পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ,জেলা শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল জলিল,যুগ্ম সাধারণ সম্পাদক কাউয়ুম খান প্রমূখ। বক্তরা,আগামী ২৮ মার্চ ধর্মঘট ডাকার প্রতিবাদ জানিয়ে ওই দিন তা প্রতিহুত করার ঘোষনা দেন।সেই সাথে জেলা শ্রমিকলীগ সভাপতি বাবুল সরকারকে চাঁদাবাজ উল্লেখ করে তাকে গ্রেফতারের দাবি জানানো হয়। সম্প্রতি ৫ দফা দাবিতে জেলা পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের ব্যানারে আগামী ২৮ মার্চ জেলায় পরিবহন ধর্মঘটের ডাক দেয়া হয়। প্রসঙ্গত,পরিবহণ সেক্টর নিয়ন্ত্রনকে কেন্দ্র করে কয়েক মাস ধরে মানিকগঞ্জে মালিক ও শ্রমিক সংগঠনের দুটি গ্রুপের মধ্যে দ্বন্দ্ব চলছে। এক গ্রুপের নেতৃত্বে রয়েছেন জেলা শ্রমিকলীগ সভাপতি বাবুল সরকার। আপর গ্রুপের নেতৃত্ব দিচ্ছেন পৌর আওয়ামীলীগ সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।