নেত্রকোনায় জাতীয় শিশু দিবসে ব্যাতিক্রমী উদ্যোগ

বিশেষ প্রতিনিধি: জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষ্যে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে নেত্রকোনায় ব্যাতিক্রমী উদ্যোগ নিয়েছে শিশু ছায়া সংগঠন। “চলো সবাই এগিয়ে যাই, লক্ষ কোটি হাসিমুখ চাই” এই স্লোগানে শনিবার সকাল ১১ টায় সাতপাই (১) সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের নিয়ে দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করেছে সুবিধা বঞ্চিত শিশুদের নিয়ে কাজ করা সংগঠনটি।
স্কুলের শিশুদের মাঝে কবিতা আবৃত্তি, গান, যেমন খুশি তেমন সাজ, রচনা প্রতিযোগিতা সহ বিভিন্ন প্রতিযোগিতা মূলক অনুষ্ঠানের আয়োজন করে। সকালে প্রতিযোগিতা শেষে বিকালে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। সকালে প্রতিযোগিতায় বিচারক ছিলেন, সরকারী কলেজের রাষ্ট্র বিজ্ঞান বিভাগের সাবেক বিভাগীয় প্রধান প্রফেসর ননী গোপাল সরকার, স্কুলের প্রধান শিক্ষক আহমেদ নুরুজ্জামান ও সাংস্কৃতিক ব্যাক্তিত্ব সৈয়দা নাজনীন সুলতানা।
বিকাল সাড়ে ৩ টায় বিদ্যালয় কক্ষে দ্বিতীয় পর্বে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহমেদ নুরুজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভার সঞ্চালনা করেন শিশু ছায়া সংগঠনের সভাপতি সোহায়েব আহমদ। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, নেত্রকোনা সরকারী কলেজের রাষ্ট্র বিজ্ঞান বিভাগের সাবেক বিভাগীয় প্রধান প্রফেসর ননী গোপাল সরকার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, স্কুল কমিটির সভাপতি ভবরঞ্জন সরকার, সংবাদকর্মী আলপনা বেগম, “নেত্রকোনার আঞ্চলিক ভাষা” পেইজের সদস্য আরিফ খান পাঠান, স্কুলের সহকারী শিক্ষক আরফা আক্তার, শিশু ছায়া সংগঠনের সহ সভাপতি সোহাগ আহমেদ, সম্পাদক তোফায়েল আহমেদ, সাংগঠনিক সম্পাদক আহমেদ কাওসার ও পঞ্চম শ্রেনীর শিক্ষার্থী সামিয়া আক্তার প্রমুখ। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।