
বিশেষ প্রতিনিধি: জাতীয় শিশু দিবস ও বঙ্গবন্ধু শেখ মুবিজুর রহমানের ৯৮ তম জন্মদিন উপলক্ষ্যে নেত্রকোনার কলমাকান্দায় শিক্ষার্থীদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়েছে। শনিবার সকাল ১১ টায় উপজেলার কৈলাটি ইউনিয়নের জনতা উচ্চ বিদ্যালয়ে শতাধিক শিক্ষার্থীদের মাঝে মিষ্টি বিতরণ করেন আগামী জাতীয় সংসদ নিবার্চনের সম্ভাব্য মনোনয়ন প্রত্যাশী বিশিষ্ট ব্যবসায়ী আতাউর রহমান খান আঁখির।
এসময় তিনি শিক্ষার্থীদের সাথে জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন কর্ম নিয়ে আলোচনা করে। তিনি বলেন, বাংলাদেশের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে, এই দেশ স্বাধীন হত না। আমরা স্বাধীনতার যে স্বাদ তা ভোগ করতে পারতাম না,বঙ্গবন্ধু নিজের জীবনের মায়া না করে তিনি এই দেশের ও মানুষের মুক্তির কথা চিন্তা করে সারা জীবন সংগ্রাম করে গেছেন। পরে কৈলাটি ইউনিয়নের পাগলা বাজারে আগামী ১১তম জাতীয় নিবার্চনের মনোনয়ন প্রত্যাশী হিসেবে এক পথ সভায় বক্তব্য রাখেন।