
আটপাড়া প্রতিনিধি: নেত্রকোণার আটপাড়ায় সোমবার কনসার্ন ওয়াল্ড ওয়াইড বাংলাদেশ সার্বিক সহযোগিতায় এফআইভিডি ওয়াশ ফর দি ওয়েল বিয়িং প্রকল্পের প্রকল্প সমাপনী সভা উপজেলা নির্বাহী অফিসার মাসুদা আক্তারের সভাপতিত্বে উপজেলা হলরুমে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান হাজী মো: খায়রুল ইসলাম। আরও উপস্থিত ছিলেন কনসার্ন ওয়াল্ড ওয়াইড বাংলাদেশ এর টেকনিক্যাল এক্সপার্ট কাজী রাশেদ হায়দার, বীর মুক্তিযোদ্ধা এম. জুবেদ আলী, লুনেশ্বর ইউ.পি চেয়ারম্যান মো: মাহফুজুল ইসলাম খান শিরিন, সুখারী ইউ.পি চেয়ারম্যান মো: কফিল উদ্দিন খোকন তালুকদার, দুওজ ইউ.পি চেয়ারম্যান মো: আব্দুল সেলিম মনি, পাহাড়পুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: সিদ্দিকুর রহমান, বানিয়াজান সি.টি. পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো: আবু বকর ছিদ্দিক, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো: জহিরুল ইসলাম খান হীরা ও সম্পাদক মো: আসাদুজ্জামান খান সোহাগ প্রমূখ। প্রজেক্ট ম্যানেজার মো: নজরুল ইসলাম অনুষ্ঠান সঞ্চালনা করেন।