কলমাকান্দায় ৭ দিন ধরে কিশোর নিখোঁজ

কলমাকান্দা প্রতিনিধি: নেত্রকোনার কলমাকান্দা উপজেলার নাজিরপুর ইউনিয়নের রামপুর গ্রামের মো. কাওসার মিয়া (১৬) নামের এক কিশোর আজ ৭ দিন ধরে নিখোঁজ রয়েছে।
শুক্রবার কাওসারের বাবা মো. আঃ হাই কলমাকান্দা থানায় এ ব্যাপারে একটি সাধারণ ডায়েরি করেছেন(যাহার নাম্বার ৬৪১ তারিখ ১৬.০৩.২০১৮ ইং)।
পুলিশ সূত্রে জানা যায় – কলমাকান্দা উপজেলার নাজিরপুর ইউনিয়নের রামপুর গ্রামের মো. আঃ হাইের ছেলে কাওসার গত ৯ই মার্চ শুক্রবার সন্ধ্যায় প্রতিদিনের ন্যায় বাড়ী থেকে বের হওয়ার পর আর ফিরেনি।
এরপর থেকে তার পরিবারের লোকজন কাওসারের কোথাও খোঁজে না পেয়ে তার বাবা মো. আঃ হাই শুক্রবার কলমাকান্দা থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।