
বিশেষ প্রতিনিধি: বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে নেত্রকোনা জেলা প্রশামন ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের উদ্যোগে নেত্রকোনায় বর্নাঢ্য র্যালি ও সেমিনার অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় র্যালিটি মোক্তারপাড়ার মাঠ থেকে বের হয়ে শহরের সড়ক প্রদক্ষিন শেষে জেলা প্রশাসক অফিস প্রাঙ্গনে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোঃ খালিদ হোসেনের সভাপতিত্বে এবং সহকারি কমিশনার ফারহানা ইয়াসমিনের সঞ্চালনায় অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মঈনউল ইসলাম। সেমিনারে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিভিল সার্জন ডাঃ তাজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার একেএম আশরাফুল আলম, জেলা চেম্বার সভাপতি আব্দুল ওয়াহেদ, জেলা প্রেসক্লাব সম্পাদক শ্যামলেন্দু পাল, সহকারি জেলা শিক্ষা অফিসার মোতাহার হোসেন, মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক জেলা কমান্ডার নুরুল আমিন এবং উন্মেষ স্কুলের অধ্যক্ষ আরিফুর রহমান রিপন। এর আগে ভোক্তা অধিকার সংরক্ষন বিভাগের সহকারি পরিচালক শাহ আলম ভিডিও চিত্রের মাধ্যমে ভোক্তা অধিকার সংরক্ষন আইন উপস্থ্পান করেন।