
বিশেষ প্রতিনিধি: নেত্রকোনা জেলা পরিষদ সদস্য ও জেলার পূর্বধলার বৈরাটী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা আনিসুজ্জামান তালুকদার ওরফে মোশারফ হোসেন বুধবার রাতে হিরণপুর বাজারে কয়েক বখাটে দ্বারা হামলার শিকার হন। এলাকাবাসী দুই বখাটেকে আটক করে পুলিশে দিয়েছে। তারা হচ্ছে- জেলার পূর্বধলার মহেন্দ্রপুর গ্রামের আবুল হাসেনের ছেলে হারুন মিয়া ও ইয়ারন গ্রামের রফিক মিয়ার ছেলে তুষার। উত্তেজিত এলাকাবাসী জেলা পরিষদ সদস্যের ওপর হামলাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবীতে রাতেই হিরণপুর বাজারে বিক্ষোভ মিছিল করে। এ ব্যাপারে আনিসুজ্জামান তালুকদার বাদী হয়ে ১২ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ১৫-২০জনকে আসামী করে বৃহস্পতিবার পূর্বধলা থানায় মামলা করেন।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, জেলার পূর্বধলার হিরণপুর উচ্চ বিদ্যালয়ের ছাত্রীদের বিদ্যালয়ে আসা যাওয়ার পথে বেশ কিছুদিন ধরে স্থানীয় কয়েক বখাটে উত্যক্ত করত। প্রতিবাদ করায় কয়েকদিন আগে জনৈক ছাত্রীর চাচাত ভাইকে বখাটেরা বেদড়ক মারপিট করে। তাকে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। বিষয়টি জানতে পেরে জেলা পরিষদ সদস্য আনিসুজ্জামান তালুকদার এ ব্যাপারে মামলা করতে বলেন। এ ঘটনায় তিন বখাটের বিরুদ্ধে আদালতে মামলা করা হয়। গত মঙ্গলবার বখাটেরা জামিনে ছাড়া পেয়ে এলাকায় যায়। এরই জের ধরে বুধবার রাত ৯টার দিকে বখাটেরা হিরণপুর বাজারে আনিসুজ্জামান তালুকদারের ওপর চড়াও হয়। এলাকাবাসী হামলাকারীদের ধাওয়া করে।
পূর্বধলা থানার ওসি অভিরঞ্জন দেব জানান, এ ব্যাপারে মামলা হয়েছে। দুইজনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। বাকী আসামিদের গ্রেফতারের জন্য চেষ্টা চলছে।