নেত্রকোনায় কৃষক হত্যা দিবস পালিত

হানিফ উল্লাহ আকাশ: দেশ বাচাওঁ কৃষক বাচাঁও এই স্লোগানকে সামনে রেখে নেত্রকোনা পালিত হচ্ছে কৃষক হত্যা দিবস। এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে জেলা আওয়ামীলীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে দিবসটির সূচনা করে জেলা কৃষকলীগ।
পরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন কেন্দ্রীয় কৃষকলীগের সদস্য ও জেলা কৃষকলীগের সভাপতি কেশব রঞ্জন সরকার। এ সময় দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। পরে জেলা আওয়ামীলীগের কার্যালয়ে কৃষকলীগের সভাপতি কেশব রঞ্জন সরকারের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাবেক এমপি আশরাফ আলী খান খসরু। এসময় অন্যান্য মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগ তথ্য বিষয়ক সম্পাদক অধ্যক্ষ্য গোলাম রসুল তালুকদার,কৃষকলীগ নেতা এম এস ফোয়াদ,মোরাদ আহম্মেদ,মাহবুব আলম ফারাস, আঃ রেজ্জাক প্রমূখ।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।