
বিশেষ প্রতিনিধি: উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারো নৌকায় ভোট দিতে হবে। ‘তৃণমূলের মানুষকেই বেশি ভালবাসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাই তৃণমূলের নেতাকর্মীদের কাছে তাঁর বার্তা পৌঁছে দিতে এসেছি। দল যাকে মনোনয়ন দেবে আপনারা তাকেই ভোট দিয়ে বিজয়ী করবেন। গ্রাম থেকে শুরু করে ওয়ার্ড,ইউনিয়ন উপজেলা, জেলা সবখানে নৌকা পক্ষে শ্লোগান তোলুন, উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখতে ঐক্যবদ্ধ থেকে আবারো নৌকায় ভোট দিতে হবে। মঙ্গলবার তৃণমূলের নেতাকর্মীদের নিয়ে মতবিনিময় সভায় নেত্রকোনা-২ আসন থেকে আওয়ামীলীগের সম্ভাব্য প্রার্থী মোঃ শামছুর রহমান (ভিপি লিটন) এসব কথা বলেন।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নেত্রকোনা সদর উপজেলার কাইলাটী ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে মঙ্গলবার বিকালে বটতলা বাজারে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের নিয়ে এক কর্মী সভা অনুষ্ঠত হয়।
ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ হোসেন আহমদের সভাপতিত্বে কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামীলীগের সাবেক সহ সম্পাদক নেত্রকোনা সরকারী কলেজের সাবেক ভিপি সামছুর রহমান লিটন ওরফে ভিপি লিটন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগ নেতা এডভোকেট মনোয়ার হোসেন পারভেজ, জেলা যুবলীগ নেতা হুমায়ুন কবীর, ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আতাউর রহমান, তৃণমূল পর্যায়ের প্রবীন আওয়ামীলীগ নেতা মোঃ আব্দুর রশিদ, আব্দুস সালাম, আব্দুল হাই, ইউপি মেম্বার ইউসুফ আলী, যুবলীগ নেতা জাহাঙ্গীর আলম, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মোবারক হোসেন, জেলা ছাত্রলীগের যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ শুভ চৌধুরী, জিয়াউর রহমান, রফিকুল ইসলাম, সোরাফ হোসেন ছাপান, তারেকুল ইসলাম তারেক, হারুন,আরিফ রব্বানী, মজিবুর রহমান, খোকন মিয়া, সাদেক প্রমূখ।
সভা পরিচালনা করেন, ছাত্রলীগ নেতা মোবারক হোসেন।
তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের উদ্দেশ্যে প্রধান অতিথির ভাষনে ভিপি লিটন বলেন, উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে আগামী নির্বাচনে নৌকা প্রতিকে ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে।