সাংবাদিকের বিরুদ্ধে অভিযোগের প্রতিবাদে নেত্রকোণা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন

বিশেষ প্রতিনিধি : দূর্গাপুর সাব রেজিস্ট্রি অফিসের নানা অনিয়ম ও দুর্নীতি নিয়ে সংবাদ পরিবেশন করায় একটি প্রভাবশালী মহল সাংবাদিককে হুমকি ও ফেইস বুকে নানা ধরনের কটুক্তির অভিযোগে মঙ্গলবার সকাল ১১টায় নেত্রকোণা জেলা প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিক সম্মেলন করেছে ভুক্তভোগি সাংবাদিক। সম্মেলনে জানানো হয়, ওই সাংবাদিকের বিরুদ্ধে দুর্গাপুরে উপজেলা নির্বাহী অফিসার ও ওসি বরাবরে মিথ্যা অভিযোগ দায়ের করেছে প্রতিপক্ষ। বিষয়টি সুষ্ঠু প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন করেছে ভূক্তভোগী সাংবাদিক ও পরিবারের সদস্যবৃন্দ।
দুর্গাপুরের স্থানীয় সাংবাদিক কলি হাসান ওয়ালী সাংবাদ সম্মেলনে বলেন, ‘দূর্গাপুর সাব রেজিস্ট্রি অফিসে চলছে দুর্নীতির মহোৎসব, বহিরাগতদের দৌরাত্ব’ শিরোনামে কয়েকটি স্থানীয় পত্রিকা ও অনলাইনে সংবাদ প্রকাশিত হওয়ার পর থেকেই সাব রেজিস্ট্রি অফিসের অফিস সহকারী সিরাজুল ইসলাম ও তার ছেলে আনিসুল হক সুমন তাদের লোকজন নিয়ে আমাকে নানা ধরনের হুমকি, ধামকি, সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে ফেইস বুকে নানা ধরনের কটুক্তিসহ দুর্গাপুর উপজেলা নির্বাহী অফিসার ও ওসি বরাবরে মিথ্যা ভানোয়াট অভিযোগ দায়েরের মাধ্যমে নানা ভাবে হয়রানী করে আসছে। বর্তমানে আমি চরম নিরাপত্তাহীনতায় ভূগছি।
সংবাদ সম্মেলনে তিনি বিষয়টি সুষ্ঠু তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য সাংবাদিকসহ স্থানীয় প্রশাসনের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।
এদিকে সাংবাদিক সম্মেলন শেষে, জেলা প্রেসক্লাবের সহ সভাপতি হায়দার জাহান চৌধুরী ও সাধারণ সম্পাদক শ্যামলেন্দু পাল উপস্থিত সাংবাদিকদের পরামর্শে তিন সদস্যের কমিটি করে বিষয়টি সরেজমিনে পরিদর্শন করে মতামত দেয়ার আহ্বান জানান।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।