মোহনগঞ্জে হাইজদা প্রকল্পের কাজ দেখে স্থানীয় সাংসদের সন্তোষ

এস,এম, সারোয়ার খোকন: নেত্রকোনা-৪ আসনের এমপি রেবেকা মমিন মোহনগঞ্জ হাওরের ফসলরক্ষা বাঁধ সরেজমিন পরিদর্শন করেছেন। সোমবার দুপুরে গাগলাজুর ইউনিয়নের বরান্তর গ্রামের উত্তর পূর্ব পাশে হাইজদা প্রকল্পের জুক্কুয়া বাঁধ পরিদর্শন করেন। কাজ দেখে সন্তেুাষ প্রকাশ করেন।
এ সময় ২৯ কিঃমিঃ দৈর্ঘ্যরে হাইজদা প্রকপ্লের প্রকল্প সভাপতি ইউএনও মোঃ মেহেদী মাহমুদ আকন্দ, আওয়ামীলীগ নেতা মোনায়েম হোসেন ঠাকুর, অ্যাডভোকেট কাজী হাবিবুর রহমান, কৃষি অফিসার মফিজুল ইসলাম নাফিজ, ওসি আনসারী জিন্নাৎ আলী, এমপির ব্যত্তিগত সহকারী তোফায়েল আহম্মেদ, বড়কাশিয়া বিরামপুর ইউপি চেয়ারম্যান মোতাহার হোসেন চৌধুরী ,পিআইও মোঃ আরিফুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

সরকার চলতি বোরো মৌসুমে এই প্রকল্পে ২ কোটি টাকা বরাদ্ধ প্রদান করে। টাকার বিপরিতে মোট ১৩টি পিআাইসি কমিটি গঠন করা হয়।
নেত্রকোনা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ আক্তারুজামান জানান, কাজ এখনও চলমান রয়েছে। হাইজদা প্রকল্পে ৯০ ভাগ কাজ সম্পন্ন হয়েছে। তিনি আরও জানান ২৮ ফেব্রুয়ারী মধ্যে কাজ সম্পন্ন করার সময়সীমা নির্ধারিত ছিল কিন্ত সময়সীমা বর্ধিত করে ১৫ মার্চ পর্যন্ত বাড়ানো হয়েছে। এখন ড্রেসিং লেভেলিং ও দূর্বা লাগানোর কাজ চলমান।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।