
স্টাফ রিপোর্টার : সিংশ্লিষ্ট বিষয়ে সুনির্দিষ্ট আইন ও নির্দেশনা থাকা সত্ত্বেও তা মানছে না ময়মনসিংহ সদর উপজেলার কল্পপা বাজারের অবৈধ সার বিক্রেতা মজনু,রহমতপুর বাজারের জুয়েল,মোতালেব,মনতলা পুরান বাজারের ফারুক,নূর ইসলাম,গোহাইলকান্দির টিটু মিয়া,গন্দ্রপার লিয়াকত, উত্তর দাপুনিয়ার ইব্রাহিম খলিল,বিল্লাল,সরকারী পুকুরপাড়ের জুলহাস, আজমতপুরের মান্নান, আনোয়ার, ফুটাঙ্গি বাজারের এনামুল, শহীদুল,কালিকাপুরের বিপুল । তারা আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে কেজি প্রতি ৪ থেকে ৮ টাকা বেশিতে সরকার নির্ধারিত ইউরিয়া সারের মূল্য ১৬ টাকার পরিবর্তে ২০-২৪ টাকা দরে বিক্রি করছে।একাধিক কৃষকের সাথে কথা বলে জানা গেছে, ২/৩ বছর ধরে তারা সরকারী মূল্যে সার কিনতে পারেনি।সূত্রে জানা যায়,। সরেজমিন গিয়ে দেখা গেছে বেশির ভাগ সার বিক্রেতার ভয়াবহ চিত্র। তারা সারের সাথে খাদ্য সামগ্রীসহ অন্যান্য নিত্য পণ্য বিক্রি করছে। কথা হয় রহমতপুর বাজারের জুয়েল নামের সার বিক্রেতার সাথে, তার নিকট থেকে জানা গেল তিনি বহু বছর ধরে লাইসেন্স ছাড়াই সার বিক্রি করছেন। লাইসেন্স ছাড়া সার বিক্রি করা নিষেধ এ সম্পর্কে তার নিকট জানতে চাইলে তিনি জানান,চড়ামূল্যে সার বিক্রির জন্য কৃষি অফিসই দায়ী কারণ,তাদের কোন মনিটরিং নাই, আমাকে নিষেধ করলে আমি সার বিক্রি করবো না।খুচরা সার বিক্রেতা সুরুজ্জামান বলেন,আমরা সবাই মিলে কৃষি অফিসকে লিখিতভাবে জানালেও তারা কোন মনিটরিং করেনি।ফলে আমরাও ন্যায্য মূল্যে সার দিয়ে সেবা করতে পারছিনা।গোহাইলকান্দির আরেক খুচরা সার বিক্রেতা রঞ্জু বলেন, চড়ামূল্যে অবৈধবভাবে সার বিক্রির বিষয়টিএসএপিপিও নাজমুল হক সহ মাঠ পর্যায়ের কর্মকর্তাদেরকে জানিয়েছি বেশিরভাগ মুদি দোকানে চড়ামূল্যে সার বিক্রি চলছে,এসএপিপিও নাজমুল কোন ব্যবস্থা না নিয়ে আমাদের লাইসেন্সের ৩০ হাজার টাকা তুলে নেয়ার পরামর্শ দেন এবং বলেন, “সরকারের কৃষি মন্ত্রনালয় এ আইনটাকে বাঞ্চাল করে দিছে এখন থেকে যে যেভাবে খুশি সব ধরনের সার বিক্রি করতে পারবে”।সূত্রে জানা গেছে ডিলারদের নিকট থেকে মোটা অংকের উৎকোচ গ্রহণ করায় কৃষি অফিস জোড়ালো ভূমিকা নিতে হিমসিম খাচ্ছে।সদর উপজেলার বিভিন্ন হাট-বাজার,গ্রাম-গঞ্জ সরেজমিন গিয়ে রহমতপুর বাজারের মত ভয়াবহ চিত্র চোখে পড়ে।এতে সদর উপজেলার কৃষকদের ভোগান্তি এখন চরমে।বিশেষজ্ঞদের মতে, এ অবস্থা চলতে থাকলে যে কোন সময় সারের কৃত্রিম সংকট সৃষ্টি হতে পারে, ফলে সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে। সার ব্যবস্থাপনা আইন,২০০৬ অনুযায়ী-লাইসেন্স ছাড়া সার বিক্রি করলে ৬ মাসের সশ্রম কারাদণ্ড বা ৩০ হাজার টাকা অর্থদন্ড বা উভয় দন্ডের বিধান রয়েছে। অবৈধ সার বিক্রেতাদের বিষয়ে ডিলার আব্দুল মান্নান বলেন, এ সম্পর্কে বহুবার কৃষি অফিসকে জানালেও তারা কোন পদক্ষেপ গ্রহণ করেনি।এ বিষয়ে ময়মনসিংহ সদর উপজেলার কৃষি অফিসার রুবিনা ইয়াসমিনের নিকট জানতে চাইলে তিনি বলেন,লাইসেন্স ছাড়া কেউ সার বিক্রি করলে তার বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নিব।অবৈধ সার বিক্রেতাদের বিষয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ী ময়মনসিংহ জেলার উপপরিচালক কৃষিবিদ আব্দুল মাজেদের নিকট জানতে চাইলে তিনি বলেন,এ বিষয়টি সদরের কৃষি অফিসারের কাজ, তাকে নির্দেশ দিচ্ছি অবৈধ সার ব্যবসায়ীদের বিরুদ্ধে আজই যথাযথ ব্যবস্থা নিবেন।