
কলমাকান্দা প্রতিনিধি : কলমাকান্দার রংছাতি ইউনিয়নের কান্দাপাড়া খেলার মাঠে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে রোববার ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে। জানা যায়, নাজিরপুর ও কলমাকান্দা এডিপির উদ্যোগে পাঁচগাঁও নারী একাদশ বনাম পাতলাবন নারী একাদশের মধ্যে অনুষ্ঠিত খেলায় পাঁচগাঁও নারী একাদশ ৩-২ গোলে বিজয়ী হয়। খেলা শেষে পুরস্কার বিতরণ করেন রংছাতি ইউপি চেয়ারম্যান তাহেরা বেগম, কলমাকান্দা এডিপি ম্যানেজার পরিতোষ রেমা, প্রজেক্ট ম্যানেজার হীরক তিমথি সাংমা ও প্রেসক্লাব সেক্রেটারী মো. ফখরুল আলম খসরু উপস্থিত ছিলেন।