মুক্তিযুদ্ধের বিজয় ভাষ্কর্য নির্মাণের দাবিতে নেত্রকোণায় মানববন্ধন

বিশেষ প্রতিনিধি: নেত্রকোণা শহরের প্রবেশদ্বার আনন্দবাজার কৃষিফার্ম কর্ণারে মহান মুক্তিযুদ্ধের স্মৃতি বিজয় ভাস্কর্য নির্মাণের দাবিতে রোববার শহরের পৌরসড়কে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে নেত্রকোণার সাংবাদিক সমাজ, জনউদ্যোগ, নেত্রকোণা উন্নয়নে নাগরিক আন্দোলন, মুক্তিযোদ্ধা, মিতালী সংঘ, কৃষক সমিতি সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে এবং সাহিত্য সমাজের সম্পাদক সাইফুল্লাহ এমরানের সঞ্চালনায় কৃষি ফার্মের পরিত্যাক্ত জমিতে বিজয় ভাষ্কর্য নির্মাণের স্থান নির্ধারনের দাবি জানান।
এসময় দাবী জানিয়ে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধাও জেলা প্রেসক্লাবের সহ-সভাপতি হায়দার জাহান চৌধুরী, জেলা কৃষক সমিতির সভাপতি মুক্তিযোদ্ধা খন্দকার আনিছুর রহমান, নেত্রকোণা জেলা প্রেসক্লাব সম্পাদক শ্যামলেন্দু পাল, নেত্রকোণা জনউদ্যোগ আহ্বায়ক অধ্যাপক কামরুজ্জামান চৌধুরী,নেত্রকোণা ডায়াবেটিক সমিতির সম্পাদক মোজাম্মেল হক বাচ্চু, নেত্রকোণা উন্নয়নে নাগরিক আন্দোলনের যুগ্ম আহ্বায়ক হারুন আর রশিদ, বিপ্লবী ওয়ার্কাস পার্টির সম্পাদক সজিব সরকার, সাংবাদিক লাভলু পাল চৌধুরী, লেখক সাংবাদিক সঞ্জয় সরকার এবং টিভি ফোরামের সম্পাদক আনিছুর রহমান এবং অধ্যক্ষ আরিফুর রহমান রিপন।
এসময় বক্তাগণ নেত্রকোণা জেলা পরিষদকে আগামী ছাব্বিশে মার্চের মধ্যে এ ব্যাপারে প্রয়োজনীয় উদ্যোগের আহ্বান জানান।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।