খালিয়াজুরীতে ১১ দফা দাবী আদায়ে শিক্ষকদের সমাবেশ

খালিয়াজুরী প্রতিনিধি: জেলার খালিয়াজুরী উপজেলায় শিক্ষা ব্যবস্থা জাতীয়করনসহ ১১ দফা দাবী আদায়ের লক্ষ্যে শিক্ষক/কর্মচারী সংগ্রাম কমিটি বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। রবিবার সকালে খালিয়াজুরী শিক্ষক/কর্মচারী সংগ্রাম কমিটির উদ্যোগে বিক্ষোভ মিছিলটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সিদ্দিকুর রহমান বালিকা বিদ্যা নিকেতনে এক সমাবেশে মিলিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন খালিয়াজুরী শিক্ষক/কর্মচারী সংগ্রাম কমিটির সভাপতি মোঃ জামাল উদ্দিন মিয়া। এ সময় বক্তব্য রাখেন বাংলাদেশ শিক্ষক সমিতির মহিলা বিষয়ক সম্পাদক, আয়েশা আক্তার, নেত্রকোণা জেলা শিক্ষক সমিতির সভাপতি মোঃ লুৎফুর হায়দার ফকির ও সাধারণ সম্পাদক, আজহারুল হক তুহিন সহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকগণ। নেতারা বলেন আগামী ১৪ মার্চের মধ্যে বে-সরকারী শিক্ষক/কর্মচারীদের দাবী পূরণ না হলে শিক্ষা প্রতিষ্ঠান অচল করে দেওয়া হবে এবং কেন্দ্রীয় কমিটির ডাকা সমাবেশে সকলকে অংশগ্রহণের আহ্বান জানান। শিক্ষা ব্যবস্থাকে জাতীয়করন করতে হবে এই স্লোগানকে সামনে রেখে সমাবেশ শেষে উপজেলা শিক্ষক/কর্মচারী সংগ্রাম কমিটি ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। উক্ত সম্মেলনে সর্বসম্মতিক্রমে কৃষ্ণপুর এ.পি.পি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, জামাল উদ্দিন মিয়াকে সভাপতি ও সিদ্দিকুর রহমান বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক, দীপঙ্কর দত্ত রায়কে সাধারণ সম্পাদক হিসেবে ঘোষনা করা হয়। একটি সূত্র জানায় নতুন কমিটির নেতৃবৃন্দ ও শিক্ষক/কর্মচারীদের সাথে আলোচনাক্রমে ৫১ সদস্য বিশিষ্ট পূর্নাঙ্গ কমিটি গঠন করবে।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।