
কেন্দুয়া প্রতিনিধি: কেন্দুয়া উপজেলায় তিনদিন ধরে নিখোঁজ মুকতাদিরুল ইসলাম টিপু (১২) নামে এক মাদরাসা ছাত্র। সে উপজেলার নওপাড়া ইউনিয়নের কোনাপাড়া গ্রামের সিরাজুল ইসলামের ছেলে ও স্থানীয় কাউরাট দাখিল মাদরাসার সপ্তম শ্রেণির ছাত্র। এ ঘটনায় নিখোঁজ টিপুর বড় ভাই আব্দুল ওয়াহাব গত শনিবার বিকালে কেন্দুয়া থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন।
জানা গেছে, গত ৮ মার্চ বৃহস্পতিবার বিকাল বেলা মুকতাদিরুল ইসলাম টিপু স্থানীয় নওপাড়া বাজারে যায়। কিন্তু পরে সে আর বাড়িতে ফিরে না যাওয়ায় পরিবারের লোকজন প্রথমে তাকে আত্মীয়-স্বজনের বাড়িসহ সম্ভাব্য স্থানে খোঁজাখঁজি করেন। তবুও তার কোনো সন্ধান পওয়া যায়নি। এতে পরিবারের সদস্যরা খুবই দুশ্চিন্তায় রয়েছেন। যদি কেউ মুকতাদিরুল ইসলাম টিপুর খোঁজ পান, তাহলে ০১৬১১-৮৯৫২৪ /০১৭৩৫-৮১২৫৪৪ মোবাইল নম্বরে জানাতে অনুরোধ জানিয়েছেন নিখোঁজ মুকতাদিরুল ইসলাম টিপুর বড় ভাই আব্দুল ওয়াহাব।