ত্রিশালে যুবলীগের সমাবেশে দুবৃর্ত্তদের হামলা

ময়মনসিংহ অফিস: মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ত্রিশালের বালিপাড়া ইউনিয়ন যুবলীগ আয়োজিত স্বাধীনতা দিবসের আলোচনা সভায় যুবলীগের বালিপাড়া বাজারের পাট মহলের সমাবেশের মঞ্চে পিছন থেকে গান পাওডার মিশ্রিতি বোতলে দুবৃর্ত্তদের হামলায় বিকট শব্দে আতঙ্কিত হয়ে পরে সমাবেশে আসা জনগন। এসময় ছুটাছুটি করতে থাকলে মঞ্চে থাকা নেতারা তাদের শান্ত করার চেষ্টা করে। ।
জানাযায় বাংলাদেশ আওয়ামী যুবলীগ যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালনের জন্য উপজেলার প্রতি ইউনিয়নে মাসব্যাপী কর্মসূচী গ্রহন করেছে। স্থানীয় বালিপাড়া বাজারে পাট মহলে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক,সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন সরকার। বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আশরাফুল ইসলাম, উপজেলা যুবলীগ সভাপতি জাহিদুল ইসলাম জুয়েল সরকার, কানিহারি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আশরাফ আলী উজ্জল, মঠবাড়ী ইউপি চেয়ারম্যান আব্দুল কদ্দুছ, উপজেলা যুবলীগ সাধারন সম্পাদক গোলাম মোস্তফা, সাংগঠনিক স্পাদক মোখলেছুর রহমান শান্ত, বালিপাড়া ইউনিয়ন যুবলীগ আহবায়ক আব্দুল বারীর। শেষ দিকে মঞ্চের পিছনে বিকট শব্দ হয়। এতে সকলে আতঙ্কিত হয়ে যায়। পরে দেখা কাচের বোতলে গান পাউডার মিশ্রিত বোমা সাদৃশ্য বস্তু দিয়ে দুর্ভত্তরা শব্দ ঘটায়। এ ঘটনায় কোন হতাহত হয়নি।
ত্রিশাল উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক গোলাম মোস্তফা জানান, আমাদের পূর্ব নির্ধারিত স্বাধীনতা দিবসের কর্মসূচী পন্ড করার সন্তাসীরা হামলা চালায়। তবে আমরা শান্তিপূর্ন ভাবে সমাবেশ করতে পেরেছি। এ ব্যাপারে পুলিশের কাছে জব্দকৃত মালামাল উদ্ধার করে পুলিশের কাছে অভিযোগ দেয়া হয়েছে।
ত্রিশাল থানা ওসি তদন্ত ফায়জুর রহমান জানান, আমরা ঘটনা শুনেছি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
পরে রাতে বালিপাড়া ইউনিয়ন যুবলীগের উদ্যোগে সন্ত্রাসী হামলা ও দোষীদের গ্রেফতারের দাবীতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।