
কলমাকান্দা প্রতিনিধি: জেলার কলমাকান্দা বাজার ব্যবসায়ী মালিক সমিতির মতবিনিময় ও সাধারণ সভা সকাল ১০ টায় মাল্টিপারপাস অডিটোরিয়াম মিলনায়তনে বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে ।
সদ্যগঠিত কলমাকান্দা ব্যবসায়ী মালিক সমিতি’র সভাপতি আলহাজ্ব জহিরুল ইসলাম মোস্তফা এর সভাপতিত্বে প্রথম সাধারণ সভায় প্রধান অতিথি ছিলেন নেত্রকোনা – ১ আসনের সংসদ সদস্য ছবি বিশ্বাস।
কলমাকান্দা ব্যবসায়ী মালিক সমিতির সাধারণ সম্পাদক সুজন সাহার সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের সভাপতি চন্দন বিশ্বাস, ওসি একেএম মিজানুর রহমান, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আজাদ, জেলা পরিষদ সদস্য ইদ্রিস আলী তালুকদার, সাবেক কমান্ডার সুলতান গিয়াসউদ্দিন, প্রেসক্লাব সভাপতি রাজ্জাক আহমেদ রাজু,উপজেলা কৃষকলীগের সভাপতি আবুল কালাম আজাদ, ব্যবসায়ী হাজী আব্দুছ সালাম কেরন, কেশব কুমার বণিক, মো: রেজাউল ইসলাম মন্ডল (লিটু) ও শিক্ষক পলাশ কান্তি বিশ্বাস প্রমূখ।
মতবিনিময় সভায় কলমাকান্দা – ঠাকুরাকোনা সড়ক জাতীয় মহাসড়ক প্রকল্পভুক্ত করে পূর্ণাঙ্গ বাস্তবায়ন ও উপজেলা সদরে চার বছর আগে নির্মিত ফায়ার সার্ভিস স্টেশন প্রয়োজনীয় জনবল নিয়োগ করে অনতিবিলম্বে কার্যক্রম চালু করার জন্য ব্যবসায়ী নেতৃবৃন্দ দাবি জানান।
মতবিনিময় সভায় কলমাকান্দা বাজার ব্যবসায়ী মালিক সমিতির বিপুল সংখ্যক ক্ষুদ্র-মাঝারি সাধারণ ব্যবসায়ী সহ নানা শ্রেণী-পেশার লোকজন উপস্থিত ছিলেন।