
বিশেষ প্রতিনিধি: নেত্রকোণায় বীরমুক্তিযোদ্ধা আবু আক্কাস আহমেদ এর পরিচালনায় ডিজিটাল পদ্ধতির মাধ্যমে ৭ই মার্চ হতে মাস ব্যাপি কর্মসূচির আয়োজন করা হয়।
এতে প্রজেক্টর এর মাধ্যমে নেত্রকোণা শহীদ মিনার প্রাঙ্গনে সন্ধ্যা ৬:০০ থেকে ১০:০০ পর্যন্ত জাতির পিতা বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ মুক্তিযুদ্ধের চলচিত্র প্রদর্শণী,স্বাধীনতার ঘোষণা, বর্তমান সরকার মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন মূলক কর্মকান্ড, স্বাধীনতার ইতিহাস, স্বাধীনতার গান এবং ২০০১ থেকে ২০০৬ পর্যন্ত যে সরকার ক্ষমতায় ছিল সেই সরকারের কর্মকান্ড “ফিরে দেখা” প্রদর্শন করা হয়।
এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকাকে বিজয়ী করতে বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় রাখতে নৌকা মার্কায় ভোট চাইছেন সাধারণ মানুষের কাছে ও নিজ উপস্থিতে বিগত সরকারের ৯ বছরের উন্নয়ন কর্মকান্ডের লিফলেট পোছে দিচ্ছে সাধারন মানুষের হাতে হাতে।