
বিশেষ প্রতিনিধি: ‘ সোনালী আঁশের সোনার দেশ, পাটপণ্যের বাংলাদেশ’ স্লোগানে জাতীয় পাট দিবস উপলক্ষ্যে জেলা প্রশাসন ও পাট অধিদপ্তরের উদ্যোগে মঙ্গলবার নেত্রকোনা বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সকাল ১০টায় পুরাতন কালেক্টরেট ভবনের উন্মুক্ত প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য র্যালিটি বের হয়ে জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে শেষ হয়। সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের সম্মেলনে কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ খালিদ হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক ড. মোঃ মুশফিকুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক বিলাস চন্দ্র পাল। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পাট অধিদপ্তরের মূখ্য পরিদর্শক হারুন-অর-রশিদ, জেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা সোহরাব হোসেন, প্রেসক্লাব সম্পাদক শ্যামলেন্দু পাল ও কৃষক প্রতিনিধি আব্দুল হাই প্রমূখ।