নাটোরে বিএনপির মানববন্ধন

নাটোর প্রতিনিধি: নাটোরে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে মানববন্ধন করেছে জেলা ও উপজেলা বিএনপি। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার দুপুরে বড়াইগ্রামে উপজেলার দাসগ্রাম বাজার এলাকায় এই কর্মসুচি পালিত হয়। এ সময় জেলা ও উপজেলা বিএনপির নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। মানববন্ধনে বক্তরা বলেন, দলের শান্তিপূর্ণ কর্মসুচি পালনে বাধা দেওয়া হচ্ছে। এর আগে বিএনপি কার্যলয়ের সামনে ও সিংড়ায় মানববন্ধনে পুলিশ বাধা দিয়েছে। এছাড়াও দলের নেতা-কর্মিদের গ্রেফতার করে মিথ্যা মামলা দেওয়া বন্ধ ও বিএনপি চেয়ারপারসনসহ আটক নেতা-কর্মীদের মুক্তি এবং শান্তিপূর্ণ আন্দোলনে বাধা না দেওয়ার দাবী জানান তারা।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।