
কেন্দুয়া প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. জাফর ইকবালের উপর হামলার প্রতিবাদে মঙ্গলবার সকালে নেত্রকোনার কেন্দুয়া উপজেলার সান্দিকোণা স্কুল এন্ড কলেজের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে কলেজের অধ্যক্ষ বাবুল আহম্মদ, সহকারি অধ্যাপক রাশিদা খাতুন, প্রভাষক লুৎফর রহমান ভূঞা, স্কুল শাখার সহকারি প্রধান শিক্ষক রায়হানুল ইসলাম, গভর্নিং বডির সদস্য মতিউর রহমান রঞ্জন, ফাইজুল ইসলাম, সোহাগ মিয়া ও মতিউর রহমানসহ কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেন।