জাফর ইকবালের উপর হামলা কেন্দুয়ায় শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন

কেন্দুয়া প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. জাফর ইকবালের উপর হামলার প্রতিবাদে মঙ্গলবার সকালে নেত্রকোনার কেন্দুয়া উপজেলার সান্দিকোণা স্কুল এন্ড কলেজের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে কলেজের অধ্যক্ষ বাবুল আহম্মদ, সহকারি অধ্যাপক রাশিদা খাতুন, প্রভাষক লুৎফর রহমান ভূঞা, স্কুল শাখার সহকারি প্রধান শিক্ষক রায়হানুল ইসলাম, গভর্নিং বডির সদস্য মতিউর রহমান রঞ্জন, ফাইজুল ইসলাম, সোহাগ মিয়া ও মতিউর রহমানসহ কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেন।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।