
কেন্দুয়া প্রতিনিধি: শাবিপ্রবি’র অধ্যাপক ও বিশিষ্ট শিক্ষাবিদ ড. জাফর ইকবালের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে নেত্রকোনার কেন্দুয়া ডিগ্রি কলেজের উদ্যোগে সোমবার দুপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, অধ্যক্ষ উত্তম কুমার কর। এতে সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ রণেন চন্দ্র সরকার, সহকারী অধ্যাপক মোজাম্মেল হক, নজরুল ইসলাম, রফিকুল ইসলাম, শফিকুল ইসলাম, আব্দুর রাজ্জাক, প্রভাষক আবুল বাশার মিয়া, আহম্মদ আব্দুল্লাহ হারুন, মাহফুজুল হক ভূইয়া, আব্দুল মালেক, তাহমিনা আক্তার শিল্পী, আব্দুল মান্নান, বদিউজ্জামান বকুল, এসএম রুবেল, আতাউর রহমান ভূইয়া, ছাত্রনেতা আবুল মনসুর ভূইয়া, আপেল মাহমুদসহ কলেজের সকল শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন।