কেন্দুয়ায় ৬ দফা দাবীতে পরিবার পরিকল্পনা কর্মচারীদের মানববন্ধন

কেন্দুয়া প্রতিনিধি: কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে চলমান নিয়োগবিধির কাজ অতি দ্রুত সম্পন্ন করে ন্যায্য পদোন্নতি, মাঠ পর্যায়ে কমক্ষেত্রে সৃষ্ট জটিলতা স্থায়ীভাবে নিরসনসহ ৬ দাবীতে নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় মানববন্ধন করেছে পরিবার পরিকল্পনা মাঠ কর্মচারীরা। বাংলাদেশ পরিবার পরিকল্পনা মাঠ কর্মচারী সমিতি কেন্দুয়া উপজেলা শাখার উদ্যোগে গতকাল সোমবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত্র উপজেলা পরিষদ চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সমিতির কেন্দুয়া উপজেলা শাখার সভাপতি ও পরিবার কল্যাণ সহকারী রাজিয়া সুলতানা, সাধারণ সম্পাদক ও পরিবার পরিকল্পনা পরিদর্শক মাহমুদুল হাসান তমাল, সমিতির জেলা শাখার সাংগঠনিক সম্পাদক বজলুল হুদা পলাশ, তথ্য ও প্রকাশনা সম্পাদক আব্দুল কাইয়ুম সুমনসহ উপজেলার সকল কর্মচারীরা অংশ নেন। মানববন্ধনে পরিবার পরিকল্পনা মাঠ কর্মচারীরা জানান, আগামী ৩১ মার্চের মধ্যে ৬ দফা দাবী বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ না নিলে আগামী ১ এপ্রিল থেকে তারা লাগাতার আন্দোলনে যেতে বাধ্য হবেন।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।