
কেন্দুয়া প্রতিনিধি: জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষে নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় গতকাল র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে এ র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ চত্বরে র্যালি শেষে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান দেলোয়ার হোসেন ভূইয়া দুলাল, ভাইস চেয়ারম্যান মোফাজ্জল হোসেন ভূইয়া, মহিলা ভাইস চেয়ারম্যান জাহানারা রোজী, উপজেলা নির্বাহী অফিসার মুকতাদিরুল আহমেদ, উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ ইমদাদুল হক। র্যালিতে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধিসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।