
এস,এম, সারোয়ার খোকন: নেত্রকোনার মোহনগঞ্জে সোমবার সকালে পরিবার কল্যাণ সহকারী ও পরিবার পরিকল্পনা পরিদর্শকরা তাদের শিক্ষাগত যোগ্যতা উন্নীতকরণসহ নিয়োগ বিধি দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে ছয় দফা দাবিতে মানববন্ধন করেছে।
বাংলাদেশ পরিবার পরিকল্পনা মাঠ কর্মচারী সমিতি পূর্বধলা শাখার উদ্যোগে উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে সংগঠনের নেতৃবৃন্দ উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন।
স্মারকলিপি প্রদানের সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পরিবার পরিকল্পনা মাঠ কর্মচারী সমিতির সভাপতি মাসুদুর রহমান রাণা, সম্পাদক নাজমা আক্তারসহ পরিবার পরিকল্পনা পরিদর্শক ও পরিবার কল্যাণ সহকারীগণ উপস্থিত ছিলেন।